প্রাকৃতিক সৌন্দর্যে অন্যতম, ভ্রমণে বিশ্বের সেরা ৫ দেশ : শ্রীলঙ্কা, জার্মানি, জিম্বাবুয়ে, পানামা, কিরগিজস্তান। ২০১৯ সালে বিখ্যাত ভ্রমণ বিষয়ক পত্রিকা ‘লোনলি প্ল্যানেট’-এর নতুন তালিকায় সবার আগে স্থান করে নেয় এই পাঁচ দেশ।

যেখানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন গন্তব্যগুলোর তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার শ্রীলঙ্কা, আর তার পরেরই জায়গা করে নিয়েছে ইউরোপের জার্মানি।

লক্ষণীয়, ভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন। তবে ভ্রমণের আগে কোথায় ও কত দিনের জন্য ভ্রমণে যাবেন—সবার আগে তা ঠিক করা জরুরি।

আসুন জেনে নেই ভ্রমণের জন্য সেরা ৫ দেশ সম্পর্কে—

বিশ্বের সেরা ৫ দেশ

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ১৯৭২ সালের আগে এই দ্বীপ সিলন নামে পরিচিত ছিল।

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সংবলিত সমুদ্রসৈকত, ভূদৃশ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।

প্রাচীনকাল থেকেই শ্রীলঙ্কা একটি গুরুত্বপুর্ণ সামুদ্রিক সৈকত ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বণিকদের কাছে পরিচিত।

২ কোটি জনসংখ্যার চা, কফি, নারিকেল আর রাবারের ভুবন ভোলানো প্রাকৃতিক দৃশ্যাবলীর এই দেশকে ‘লোনলি প্ল্যানেট’ পত্রিকা তাদের তালিকার শীর্ষ স্থানে রেখে দিয়েছে।

মজার বিষয় হলো, পৃথিবীতে শ্রীলংকা একমাত্র অমুসলিম দেশ—যেখানে রেডিও ও টেলিভিশনে পাঁচ ওয়াক্ত আযান দেয়া হয়।

গ্রীষ্মপ্রধান এ দেশটিতে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে রয়েছে বৌদ্ধ বা হিন্দুদের বিভিন্ন মন্দির।

এ ছাড়া সারা বছর চলতে থাকে নানা রকমের উৎসব—যা দেখতে ভিড় করেন পৃথিবীর সব প্রান্তের পর্যটকেরা।

বিশ্বের সেরা ৫ দেশ

জার্মানি

জার্মানি ইউরোপের ৭ম বৃহত্তম ও অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ। পর্যটনের জন্য আগে থেকেই বিশ্বখ্যাত। উত্তরে উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের—

ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত ও বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূ-প্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে।

দেশটির মধ্য দিয়ে ইউরোপের প্রধান প্রধান নদী (রাইন, দানিউব, এলবে) প্রবাহিত হয়েছে—যা দেশটিকে একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে।

অত্যন্ত উঁচু নগরায়নের এ দেশটি অসংখ্য ঐতিহাসিক স্থান ও নানা ধরনের জাদুঘর এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে লোনলি প্ল্যানেটের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে।

শুধু তাই নয়, এ দেশের ‘অক্টোবরফেস্ট’-এর মতো উৎসবও টেনে নেয় বিশ্বের সব প্রান্তের ভ্রমণবিলাসীদের।

বিশ্বের সেরা ৫ দেশ

জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে আফ্রিকার দক্ষিণ অংশে অবস্থিত একটি দেশ। দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত ১৪শ শতকে পাথরে নির্মিত মহান জিম্বাবুয়ে শহরের নামে দেশটির নামকরণ করা হয়েছে।

জাম্বেজি নদীর উপর অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত এবং বন্য জীবজন্তুর জন্য দেশটি বিখ্যাত।

‘লোনলি প্ল্যানেট’-এর তালিকায় তৃতীয় স্থানাধিকারী আফ্রিকার একমাত্র দেশ জিম্বাবুয়ে।

২০০০ বছর ধরে এখানে মানুষের বসবাস। ১৯৮০ সালে সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গ জনগণ জিম্বাবুয়ে নামে দেশটিকে স্বাধীন করে।

ভ্রমণের জন্য আফ্রিকার সবচেয়ে নিরাপদ দেশগুলোর অন্যতম। এখানে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য উদ্যান, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ও ভিক্টোরিয়া ঝর্না রয়েছে।

সব মিলিয়ে জিম্বাবুয়ে বেড়াতে যাওয়ার জন্য খুবই আকর্ষণীয়।

.

পানামা

পানামা উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের একটি ছোট দেশ।

উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত এই দেশটি আগে একসময় কলম্বিয়ার অধীন ছিল।

এই দেশেই আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী বহুল আলোচিত পানামা খাল অবস্থিত।

জীববৈচিত্র্যে ভরপুর সাদা বালির অপূর্ব সৈকত ও আদিবাসী সংস্কৃতি এবং অসাধারণ গ্রীষ্মমণ্ডলীয় বনভূমির এই দেশটিকে ‘লোনলি প্ল্যানেট’ পত্রিকা তাদের তালিকার চতুর্থ স্থানে রেখে দিয়েছে।

মন চাইলে ঘুরে আসতে পারেন এমন অপরূপ দেশ থেকে।

.

কিরগিজস্তান

মধ্য এশিয়ার পূর্বভাগের একটি স্থলবেষ্টিত রাষ্ট্র কিরগিজিস্তান। এটি থিয়েনশান পাহাড়ের পশ্চিম দিকে সুন্দর দৃশ্যময় এক পাহাড়ী দেশ।

এ দেশের পাঁচ ভাগের চার ভাগই পাহাড়ি অঞ্চল। কিরগিজ পাহাড়ের নিচে ছুহো নদীর উপত্যকায় অবস্থিত কিরগিজিস্তানের রাজধানী বিশকেক;

প্রাচীনকালেও যেমন এক গুরুত্বপূর্ণ শহর ছিল, তেমনি ছিল মধ্য এশিয়ার এক বিখ্যাত শহরও।

‘আদিবাসী অলিম্পিক’ হিসাবে খ্যাত ওয়ার্ল্ড নোম্যাড গেমস অনুষ্ঠিত হবার পর থেকেই বিশ্ব পর্যটনের কেন্দ্রে আসতে শুরু করে মধ্য এশিয়ার এ দেশটি।

এ ছাড়া কিরগিজস্তানের ভিসা সংক্রান্ত প্রক্রিয়া অত্যন্ত সহজ ও দ্রুত হওয়ার কারণে ইতোমধ্যেই পর্যটকদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে।

পরিবারের সকলে মিলে, অথবা একাকিও ঘুরে আসতে পারেন—পাহাড়ে ঘেরা এমন সুন্দর দেশ থেকে।

—ডেস্ক শুভ ভ্রমণ

Spread the love